▣ MDG ও SDG এর পূর্ণরুপ লিখ। MDG কি? MDG এর লক্ষ্যসমূহ লিখ।

উত্তরঃ
MDG এর পূর্ণরুপ Millennium Development Goals
SDG এর পূর্ণরুপ Sustainable Development Goals

MDG হলো বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলোর উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ২০১৫ সালের মধ্যে ৮ টি লক্ষ্য পূরণের সিদ্ধান্তগ্রহণ করা। যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (MDG) বা Millennium Development Goal নামে পরিচিত।

MDG এর লক্ষ্য ছিল ৮ টি। যথাঃ
১. চরম দারিদ্র ও ক্ষুধা দূর করা,
২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন,
৩. নারী-পুরুষের বৈষম্য দূর করা,
৪. শিশুমৃত্যুর হার হ্রাস করা,
৫. মাতৃস্বাস্থ্যের উন্নতি,
৬. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের বিস্তার রোধ করা,
৭. টেকসই উন্নয়ন নীতিমালা এবং পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করা,
৮. উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারিত্ব তৈরি করা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *