✪ DNA এর পূর্ণরুপ কি? DNA এর কাজ কি?
উত্তরঃ DNA হলো বংশগতির ধারক ও বাহক। DNA গঠিত হয় শর্করা, অজৈব ফসফেট এবং অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন নামক নাইট্রোজেন বেস দ্বারা।
DNA এর পূর্ণরুপ হলো Deoxyribonucleic acid.
DNA এর কাজঃ
i. DNA বংশগতির বৈশিষ্ট্যাবলির ধারক ও বাহক।
ii. DNA কোষের জন্য নির্দিষ্ট ধরনের প্রোটিন সংশ্লেষণ করে।
Leave a Reply