▣ ছিটমহল কী? বাংলাদেশ ও ভারতের পরস্পরের ভূখণ্ডের মধ্যে কতটি ছিটমহল ছিল? কবে উহার সমাপ্তি/বিনিময় ঘটে?
উত্তরঃ ছিটমহল শব্দটির অর্থ বিচ্ছিন্ন ভূখন্ড। একটি স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী বা সীমান্তবর্তী অন্য কোনো স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখন্ডকে ছিটমহল বলে।
উল্লেখ্য বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের কোনো ছিটমহল নেই।
বাংলাদেশে অবস্থিত ভারতের ছিটমহল ছিল ১১১ টি এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ছিটমহল ছিল ৫১ টি। গত ১ আগস্ট ২০১৫ (৩১ জুলাই মধ্যরাতে) ছিটমহলযুগের সমাপ্তি ঘটে।
Leave a Reply