✪ রাইট অফ ওয়ে (Right of Way) কি? একটি হাইওয়ের রাইট অফ ওয়ে চিত্রসহ বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাও।


উত্তরঃ Right of Way: পরিকল্পিত ও আইন সম্মতভাবে সড়কের এলাইনমেন্টের বা কেন্দ্রীয় রেখার উভয় পাশের যতটুকু এলাকা সড়কের অধিকারে থাকে, ততটুকু এলাকাকে ‘পথের অধিকার’ বা রাইট অফ ওয়ে (Right of Way) বলে।

রাইট অফ ওয়ের প্রস্থকে সড়কের জমির প্রস্থও (Land Width of the Road) বলা হয়।

নিচে একটি Highway এর Right of Way বিভিন্ন অংশ চিত্রসহ চিহ্নিত করে দেখানো হলোঃ

রাইট অফ ওয়ে (Right of Way) কি? একটি হাইওয়ের রাইট অফ ওয়ে চিত্রসহ বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাও।

#NagorikPost #Bangladesh #Education #Blog

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *