প্রয়োজন অপ্রয়োজনে আমরা প্রতিদিন গোসল করি। তবে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে গোসলের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। তা না হলে পবিত্রতা হওয়া যায় না।চলুন তাহলে গোসলের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই –

গোসলের দোয়া

বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুয়ান গোছলা লিরাফিল জানাবা-তি।”

ফরজ গোসলের নিয়ত

বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুল গুছলা লিরাফইল জানাবাতি।”

অর্থঃ “আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি।”

 

ফরজ গোসলের নিয়ম

নিম্নে ফরজ গোসলের নিয়ম দেওয়া হলো –

  • গোসলের দোয়া পড়া
  • তারপর গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বলে দু হাত কব্জি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে।
  • এরপর শরীরের কোন জায়গায় অপবিত্র বস্তু লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে।
  • তারপর অজু করতে হবে। গড়গড়ার সাথে কুলি করতে হবে, রোজাদার হলে গড়গড়া করা যাবে না। তিনবার কুলি করা সুন্নত
  • তারপর তিনবার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে
  • অজুর পর মাথায় এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়।
  • এরপর ডান কাঁধে পরে বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করতে হবে যেন শরীরের কোন অংশ শুকনো না থাকে।
  • সর্বশেষে পা ধুতে হবে
  • এরপর সারা শরীর কোন কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পড়তে হবে।

#NagorikPost #Bangladesh #Education #Blog

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *