পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল নাসর। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বেতনের রেকর্ড গড়ে প্রায় আড়াই বছরের জন্য চুক্তি করেন তিনি।

২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবের জার্সিতে দেখা যাবে তাকে। আর তাই স্বভাবতই সৌদিতেই বান্ধবী জর্জিনা এবং সন্তানদের নিয়ে থাকবেন সিআর সেভেন।

এই আবহে রোনালদো ভাঙতে চলেছেন সৌদি আরবের আইন। বহুদিন ধরেই একসঙ্গে থাকলেও প্রেমিকা জর্জিনার সঙ্গে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি রোনালদো।

এদিকে সৌদির আইন বলে, অবিবাহিত নারী ও পুরুষ একসঙ্গে থাকতে পারেন না এক ছাদের নীচে। তবে রোনালদো এবং জর্জিনা সেই আইন ভাঙতে চলেছেন।

তবে তাদেরকে আইন ভাঙার জন্য কোনো সাজা ভোগ করতে হবে না। খবর গোল ডটকম ও টিওয়াইসি স্পোর্টস।

গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অবিবাহিত দম্পতিদের এক সঙ্গে থাকার অনুমতি না দেয়ার আইন থাকা সত্ত্বেও ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে থাকতে পারবেন।

সৌদি আইনজীবীরা নিশ্চিত করেছেন যে, আইন অবিবাহিত দম্পতিদের একসাথে বসবাস করতে নিষেধ করলেও স্থানীয় কর্তৃপক্ষ এই দম্পতিদের এক সঙ্গে থাকা নিয়ে ‘চোখ বন্ধ’ রাখবে।

সৌদির এক সিভিল আইনে বিশেষজ্ঞ আইনজীবী ইএফইকে বলেছেন, ‘যদিও এই আইনগুলি ব্যবহার করা হয় যখন কোনো সমস্যা বা অপরাধ হয়।’

যেহেতু তাদের নিজেদের মধ্যে এক সঙ্গে থাকা নিয়ে সমস্যা নেই। তাই তাদের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ হবে না।

অন্য বিশেষজ্ঞ আইনজীবী বলেন, ‘আজ এই বিষয়ে আর হস্তক্ষেপ করবে না, প্রবাসীদের জন্যও যদিও আইন বিবাহ ছাড়া এক সঙ্গে থাকা নিষিদ্ধ করেছে।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *