যেমন- জনপাখিশিশুসন্তানশিক্ষিতগুরু

২. কতোগুলো শব্দ শুধু পুরুষ বোঝায়। যেমন- কবিরাজঢাকীকৃতদারঅকৃতদার

৩. কতোগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন- সতীনসৎমাসধবা

৪. কিছু পুরুষবাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ আছে-

দেবর- ননদ (দেবরের বোন), জা (দেবরের স্ত্রী)

ভাই- বোন, ভাবি/ বৌদি (ভাইয়ের স্ত্রী)

শিক্ষক- শিক্ষয়িত্রী (নারী শিক্ষক), শিক্ষকপত্নী (শিক্ষকের স্ত্রী)

বন্ধু- বান্ধবীমেয়ে বন্ধু), বন্ধুপত্নী (বন্ধুর স্ত্রী)

দাদা-দিদি (বড় বোন), বৌদি (দাদার স্ত্রী)

৫. বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না। যেমন- সুন্দর বলদ- সুন্দর গাইসুন্দর ছেলে- সুন্দর মেয়েমেজ খুড়ো- মেজ খুড়ি

৬. বাংলায় বিশেষণ পদের স্ত্রীবাচক হয় না। যেমন- মেয়েটি পাগল হয়ে গেছে (পাগলি হবে না)। নদী ভয়ে অস্থির হয়ে গেছে (অস্থিরা হবে না)।

৭. কুল-উপাধি-বংশ ইত্যাদিরও স্ত্রীবাচক রূপ আছে। যেমন- ঘোষ- ঘোষজা (কন্যা অর্থে), ঘোষজায়া (পত্নী অর্থে)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *