4-বাগধ্বনি প্রধানত কয় প্রকার ও কি কি?

উ-বাগধ্বনি মূলত দুই প্রকার ।যথা- বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি।

5-মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি?

উ-মৌলিক স্বরধ্বনি হলো ৭ টি।যথা -অ,আ,ই,উ,এ,ও,অ্যাশ

6-মৌলিক স্বরধ্বনি কাকে বলে ?

উ-যে সকল স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায়না তথা ভাঙা যায় না,তাদের মৌলিক স্বরধ্বনি বলে ।

7-ঘোষীভবন কী?

উ-অনেক সময় উচ্চারণকালে অঘোষধ্বনি ধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হয় ,একেই ঘোষীভবন বলে।

8-গুচ্ছধ্বনি কাকে বলে ?

উ-পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে।

9-যুক্তধ্বনি বলতে কী বোঝো?

উ-যে ব্যঞ্জন সমষ্টিগুলি শব্দের আদিতে বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে ,তাদের যুক্তধ্বনি বলে।

10-অবিভাজ্য ধ্বনি কাকে বলে ?

উ-ভাষার যে ধ্বনি উপাদানগুলিকে কৃত্রিমভাবে খন্ড করা যায় না বা বিশ্লেষণ করা যায় না,তাদের অবিভাজ্য ধ্বনি বলে ।

11-সুরতরঙ্গ কাকে বলে?

উ-ভাষার ওঠা-নামার দ্বারা বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হলে তাকে সুরতরঙ্গ বলে।

12-ধ্বনিমূল কাকে বলে?

উ-যেসব ধ্বনির বৈচিত্র্যময় উচ্চারণ থাকে,তাদের ধ্বনিমূল বলে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *