যৌথ পরিবার কাকে বলে?

পরিবারের সংগঠন, কাঠামো ও আকৃতির উপর ভিত্তি করে পরিবারকে দু’ভাগে ভাগ করা যায়, যথা-

ক) একক পরিবার এবং

খ) যৌথ পরিবার।

যৌথ পরিবার কাকে বলে?

এ ধরনের পরিবারে স্বামী, স্ত্রী সন্তন-সন্ততি, ভাই-বোন, মাতা-পিতা, দাদা-দাদী, ভাইয়ের সন্তন-সন্তুতি এমনকি স্ত্রীর ভাই-বোন ও পিতা-মাতাসহ একত্রে বসবাস করে। এরূপ পরিবারে আয়-ব্যয়, উৎপাদন ইত্যাদি পরিবারের কর্তা কর্তৃক নিয়ন্ত্রিত হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *