মৌল কাকে বলে?
- যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে শুধুমাত্র ঐ পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বা মৌল বলে। যেমন – লোহাকে বিশ্লেষণ করলে শুধুমাত্র লোহার পরমাণুকে পাওয়া যায়।
- যেসব পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বা মৌল বলে। যেমনঃ তামা, লোহ্ হাইড্রোজেন ,অক্সিজেন ইত্যাদি। এই সকল পদার্থ কে ভাঙ্গলে আর নতুন কোন পদার্থ পাওয়া যাবে না।
- যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তা-ই মৌলিক পদার্থ বা মৌল।
Leave a Reply