বিবাহের পর যদি স্বামী-স্ত্রীর মাতার গৃহে বসবাস করে তখন সেই পরিবারকে মাতৃ-আবাসিক পরিবার বরে।

উদাহরণঃ খাসি, গারো প্রভৃতি সমাজব্যবস্থায় এ জাতীয় পরিবার লক্ষ্য করা যায়।

বাসস্থান অনুসারে পরিবারের প্রকারভেদ

বাসস্থান অনুসারে পরিবার দু’ধরনের হয়ে থাকে। যথা –

ক) পিতৃ-আবাসিক পরিবার এবং

খ) মাতৃ-আবাসিক পরিবার।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *